প্রবল গ্রীষ্মের দাবদাহে মোবাইল ওভারহিটিং থেকে সুরক্ষিত থাকবেন কিভাবে?
একটানা কাজ না করে মাঝে মাঝে বিশ্রাম নিন, যদি দেখেন মোবাইল তাতেও ঠান্ডা না হয় তাহলে পাওয়ার অফ করুন।
সরাসরি সূর্যের আলোতে মোবাইল রাখলে ওভার হিটিংয়ের সমস্যা বাড়বে। তাই ফোন ছায়াতে রাখা আবশ্যক।
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা আপা বন্ধ করুন। এক্ষেত্রে সেটিংয়ে গিয়ে বন্ধ করুন।
আরও একটি ভালো উপায় হলো মোবাইলের ব্যাক কভার মাঝে মধ্যে খুলে রাখা।