মোবাইলে চার্জিং সমস্যা সমাধানে এগিয়ে এলো এই কোম্পানি।
বিখ্যাত চীনা কোম্পানি Meizu সম্প্রীতি Meizu 21 Note- লঞ্চ করতে চলেছে।
ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর দ্বারা চালিত হবে।
কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এই স্মার্টফোনটির বিশেষত হলো দ্রুত চার্জিং।
ফোনটিতে ৫,৫০০ mAh ক্ষমতার ব্যাটারি সাথে থাকছে ৬৬ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট।