অচেনা রাস্তা চিনতে অনেকটা সাহায্য করে Google Map 

এবার আরও সুবিধা পাবেন এই Google Map থেকে।

কিভাবে সরাসরি গুগল ম্যাপ থেকে Live Location শেয়ার করবেন দেখেনিন।

Google Map খুলে প্রোফাইলে যান, এরপর Live Location এ যান।

তারপর আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা যেকোনো নাম্বারে পছন্দ মতো অপশনে শেয়ার করুন।

এছাড়াও এটি আপনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারবেন। আপনার মন মতো সময় বাড়াতে বা কমাতে পারবেন।