এই গরমে AC বিল নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

সময় অনুযায়ী আপনার AC চালান এবং মনে করে কিছু ঘন্টা অন্তর বন্ধ করুন।

যখন AC প্রয়োজন নয় অবশ্যই খেয়াল করে মেন্ সুইচ বন্ধ করুন।

AC সাথে অবশ্যই পাখা চালান, কারণ সব জায়গায় সমান ভাবে বাতাস পরিবাহিত হবে ফলে AC উপর লোড কম পরবে।

খেয়াল রাখুন যেন ২৪ ডিগ্রি সেলসিয়াস এ এসির তাপমাত্রা থাকে, যেটি BEE এর নির্দেশিত। যার ফলে এসি লোড কম হয়।

আরও একটি বিষয় হলো এসি টি যথা সময়ে সার্ভিস করতে হবে, যাতে কোনো অতিরিক্ত বিদ্যুৎ খরচ ছাড়াই চলতে পারে।