Vivo T3 5G Price in India: মাত্র 19,999 টাকায় ধামাকাদার বৈশিষ্টের সাথে মিলছে এই ফোন!

Vivo T3 5G Price in India: Vivo গত সপ্তাহে T3 5G ফোনটি লঞ্চ করেছে। নতুন লঞ্চ করা এই ফোনটির মিড-রেঞ্জ এর মধ্যে, ভালো পছন্দ হতে পারে যারা নতুন মোবাইল কিনবেন। Vivo T3 ফোনটি 5,000mAh ব্যাটারি এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি দ্বারা চালিত। এটিতে রয়েছে একটি আকর্ষণীয় ডুয়াল ক্যামেরা সেটআপ। এই আর্টিকেলটিতে আমরা Vivo T3 5G Price in India এবং মোবাইলটির কিছু বিশেষ Specification এর সমন্ধে বলবো, আসুন দেখে নেওয়া যাক ।

Vivo T3 5G Price in India

Vivo T3 5G ফোনটি লঞ্চ হবার পর থেকেই গ্রাহকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফোনটির দাম গ্রাহকদের ধরা ধরাছোঁয়ার মধ্যেই। Vivo T3 5G এর দুটি ভেরিয়েন্ট ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ, Vivo T3 5G price in India 19,999 টাকা। অপরদিকে 8GB RAM + 256GB সহ ভেরিয়েন্টির মূল্য 21,999 টাকা।

Vivo T3 5G Specification

আগের ফোনটির থেকে কিছু উন্নত Specification  এই মোবাইলটিতে আমরা দেখতে পাই। Vivo T3 5G এর 6.67-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ উপলব্ধ। Vivo এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই ফোনটির বিশদ বিবরণ পাই। আপনার সুবিধার্থে Vivo T3 5G Specification নিম্নে টেবিলের মাধমের দেওয়া হলো।

FeatureSpecification
Display6.67-inch, full-HD+ AMOLED, 120Hz refresh rate, up to 1,800 nits peak brightness
ProcessorMediaTek Dimensity 7200
Front Camera16-megapixel
Rear CameraTriple: 50-megapixel Sony IMX882, 2-megapixel bokeh lens, flicker sensor
Operating System (OS)Android 14
Resolution1080×2400 pixels
RAM8GB
Storage Options128GB, 256GB
Additional FeaturesDual stereo speakers, virtual RAM support, IP54 rated water and dust resistance
Battery5,000mAh, 44W wired fast charging
Vivo T3 5G Price in IndiaAround Rs. 20,000
Color OptionsBlue (crystal flake and cosmic blue)
Vivo T3 5G Specification
Vivo T3 5G Display

Vivo T3 Display

ডিসপ্লে কথা বলতে গেলে, 6.67-ইঞ্চি টাচস্ক্রিন AMOLED ডিসপ্লে বর্তমান Vivo T3 তে। এরই সঙ্গে ফোনটি 120 Hz রিফ্রেশ রেট যা কোনো অংশেই খারাপ নয়। 1080×2400 pixel এর রেজোলিউশন মোবাইলটিকে অনন্য করে তুলেছে।

Vivo T3 Camera

যেকোনো ফোন কেনার আগে তার ক্যামেরা সমন্ধে জানার আগ্রহ থাকে গ্রাহকের। কোম্পানিটি সেইদিক বিবেচনা করে Vivo T3 এর ক্যামেরাটিকে আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির পিছনে রয়েছে 50-মেগাপিক্সেল এবং 2-মেগাপিক্সেল সমন্বিত একটি ডুয়াল ক্যামেরা। এরই সঙ্গে আপনি পেয়ে যাবেন অটোফোকাস এর মতো একটি গুরুত্বপূর্ণ সেটিং। আর সেলফির ক্ষেত্রে 16-মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যা ছবি তোলার অভিজ্ঞতা কে দারুন করতে প্রস্তুত।

Vivo T3 5G Camera

Vivo T3 5G Battery

ব্যাটারির কথা বলতে গেলে, Vivo T3 5G ফোনটি একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি দ্বারা চালিত। এর জন্যে  ফোনটিতে ভিডিও বা গেমিং এর ব্যবহারের উপযুক্ত। এর সাথে অবশ্যই 44W ফ্ল্যাশ চার্জ যা ফোনটি দ্রুত চার্জিং এর ক্ষেত্রে সাহায্য করবে।

Vivo T3 Processor

Vivo T3 5G Android 14 তে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর বর্তমান। যেটি বিশেষজ্ঞের মতে একটি ভালো প্রসেসর।

এছাড়াও Vivo T3 5G তে এমন কিছু বিশেষ ফিচার্স রয়েছে যা আপনার চোখ টানবে। যার মধ্যে অন্যতম IP54 রেটিং যেটি ধুলো এবং জল সুরক্ষার জন্য বৈশিষ্ট্যযুক্ত সূচক। এই সেটটিতে ডুয়াল সিম সাপোর্ট করে। Wi-Fi, GPS, Bluetooth v5.30, NFC, USB Type-C এর মতো বৈশিষ্ট্য গুলি রয়েছে। সেন্সরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই আর্টিকেলটিতে আমরা Vivo T3 5G Price in India এবং Specication সমন্ধে আলোচনা করলাম। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের পরিচিতের মধ্যে শেয়ার করুন যাতে তারাও Vivo T3 5G এর সম্পর্কে সঠিক তথ্য পায়।

Leave a Comment