বিখ্যাত চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী মাসেই ভারতে Realme 12x 5G লঞ্চ হবে। এরই সঙ্গে তারাও এটাও নিশ্চিত করেছে এই ফোনটির দাম ১২ হাজারের নিচে থাকবে। 50MP ডুয়াল ক্যামেরার সাথে Realme 12x ভারতীয় বাজারে আসতে চলেছে। তাই কেনার আগে অবশ্যই দেখে নিন Realme 12x 5G এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।
Table of Contents
Realme 12x 5G এর স্পেসিফিকেশন
রিয়েলমির কোম্পানির ওয়েবসাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন আপনাদের জন্য তুলে ধরা হলো।
Feature | Specification |
Display | 6.72-inch full-HD+ with 120Hz refresh rate, 950 nits peak brightness |
Processor | MediaTek Dimensity 6100+ 5G chipset with VC cooling |
RAM | Not specified |
Storage | Assumed – 256GB |
Rear Camera | Dual camera system with a 50-megapixel primary sensor |
Fast Charging | 45W SuperVOOC fast charging |
Thickness | 7.69mm |
Special Features | Dual speakers, IP54-certified build, Air Gesture feature |
রিয়েলমির 12X এর ডিসপ্লে
ডিসপ্লে এর কথা বলতে গেলে, 6.72-ইঞ্চি ফুল-HD+ এবং এরই সঙ্গে থাকবে 120Hz রিফ্রেস রেট। কোম্পানি এটা নিশ্চিত করেছে যে আসন্ন 950 nits-এর সর্বোচ্চ উজ্জ্বলতা বর্তমান থাকবে এই ডিসপ্লেতে।
Realme 12X 5G Processor
প্রসেসর মোবাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মোবাইল কেনার আগে এই ফোনটির প্রসেসর কি হবে তা নিয়ে সবার আগ্রহ আছে। কারণ কোম্পানি যেহেতু লঞ্চের আগেই ফোনটির দাম ১২ হাজারের কম থাকবে বলে দিয়েছে। এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ 5G প্রসেসর দ্বারা চালিত হবে। সঙ্গে থাকছে VC কুলিং, কার্যকর পারফরম্যান্সের জন্য।
রিয়েলমির 12X এর ক্যামেরা
আগের ভ্যারিয়েন্ট এর থেকে কিছুটা কম। তবুও Realme 12x 5G তে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেল হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে এটুকু নিশ্চিত এতো কম দামে দারুন ফোন পেতে চলেছে গ্রাহকরা।
রিয়েলমির 12X এর ব্যাটারি
রিয়েলমির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভারতে এই প্রথম 45W দ্রুত চার্জিং এ সক্ষম Realme 12X 5G মাত্র ১২ হাজারের নিচে লঞ্চ করা হবে। এই ফোনটিতে ব্যাটারিটি থাকবে 5,000mAh। যেটি আগের ভেরিয়েন্ট অর্থাৎ 11X 5G তে 33W এবং 5,000mAh ব্যাটারি।
এছাড়াও আরোও কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন হলো ডায়নামিক বোতাম, যেটি শর্টকার্ট হিসেবে ব্যবহৃত হয়। ব্যাবহারকারির পছন্দের এপ্লিকেশন গুলিকে দ্রুত চালু করে। অপরদিকে IP54 রেটিং যা জল এবং ধুলো প্রতিরোধের জন্য থাকছে। থাকছে ডুয়াল স্পিকারের এর মতো আকর্ষণীয় ফিচার্স।
আরো পড়ুন: Vivo T3 5G Price in India: মাত্র 19,999 টাকায় ধামাকাদার বৈশিষ্টের সাথে মিলছে এই ফোন!
Realme 12X Launch Date in India
কোম্পানির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে লঞ্চের বিষয়টি। Realme 12x আগত এপ্রিল মাসে ২ তারিখে দুপুর ১২ সময় লঞ্চ করা হবে। তারই সঙ্গে এটি Flipkart এবং ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইট উপলব্ধ হবে।
Realme 12X 5G Price in India
এই আর্টিকেল তীর শুরুতেই আমরা উল্লেখ করেছি 12X 5G এর দাম ১২ হাজার টাকার নিচে হবে। তবে নিশ্চিত কত টাকা হবে তা রিয়েলমির পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়নি। তার জন্য আপনাকে অবশ্যই ২রা এপ্রিল অপেক্ষা করতেই হবে।
আমরা আর্টিকেলেটির শেষপ্রান্তে এসে উপস্থিত হয়েছি। আপনি যদি এই পর্যন্ত পড়ে থাকেন এবং আজকের এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানান। আপনাদের পরামর্শ আমাদের সঠিক দিশা দেখাবে।