Infinix Note 40 Pro 5G সিরিজ: আবারও ধামাকাদার স্মার্টফোন লঞ্চের জন্য তৈরি হন!

বিখ্যাত চীন কোম্পানি Infinix তার সাম্প্রতিক স্মার্টফোন – Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G বাজারে আনতে প্রস্তুত৷ কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কিছু চোখ ধাঁধানো স্পেসিফিকেশন এর সাথে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ করা হবে৷ MediaTek Dimensity 7020 SoC প্রসেসর দ্বারা চালিত এই ফোনগুলি।

গত মাসে বিশ্ব বাজারে একটি সফল আত্মপ্রকাশের হয়, এবার ভারতে এই পাওয়ার-প্যাকড স্মার্টফোনগুলি আত্মপ্রকাশের জন্য প্রস্তুত। কিছু টেক নিউজপোর্টাল এর খবর অনুযায়ী  12 এপ্রিল লঞ্চের জন্য ধার্য করা হয়েছে। চলুন এই সিরিজের স্পেসিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়া যাক।

Infinix Note 40 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন

মোবাইল প্রস্তুত কারক সংস্থা Infinix, আবারও স্মার্টফোন এর দুনিয়ায় চমক দিতে প্রস্তুত। ওয়ারলেস চার্জিং এর মতো কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন এর সাথে তাদের নতুন সিরিজ – Infinix Note 40 Pro 5G ভারতীয় বাজারে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। আসুন দেখে নিই এই স্পেসিফিকেশন গুলি:

Featureইনফিনিক্স নোট ৪০ প্রো+ 5Gইনফিনিক্স নোট ৪০ প্রো 5G
Display6.78-inch Full-HD+ AMOLED with 120Hz Dynamic Refresh Rate
ProcessorMediaTek Dimensity 7020 SoC
Rear Camera SetupTriple Camera, 108MP Main Sensor
Front Camera32MP Shooter
Battery Capacity4,600mAh5,000mAh
Fast Charging100W45W
Wireless Charging Support20W MagCharge20W MagCharge

ইনফিনিক্স নোট ৪০ প্রো Display

এই সিরিজের ডিসপ্লে এর কথা বলতে গেলে, প্রথমেই বলতে হবে এটি একটি কার্ভড AMOLED ডিসপ্লে। যেটি 6.78-ইঞ্চি Full-HD+। এক কথায় বলতে গেলে, আপনি ভিডিও বা গেমিং যাই করুন না কেন ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ।

ইনফিনিক্স নোট ৪০ প্রো এর ক্যামেরা

Infinix Note 40 Pro Camera
ইনফিনিক্স নোট ৪০ প্রো ক্যামেরা

এই সিরিজের ক্যামেরার ক্ষেত্রে আকর্ষণীয় ফিচার্স আপনি পাবেন। মুখ্য ক্যামেরায় –108 মেগাপিক্সেল এর সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ। অপরদিকে সেলফির ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সুতরাং ছবি তোলার ক্ষেত্রে আপনি এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হবেন।

ইনফিনিক্স নোট ৪০ প্রো সিরিজের প্রসেসের

কোম্পানিটি দুটি মডেলের ক্ষেত্রে শক্তিশালী MediaTek Dimensity 7020 SoC প্রসেসর ব্যবহার করেছে। যা স্মার্টফোন গুলিকে যেকোনো মাল্টিটাস্কিং কাজ মসৃণভাবে করতে সাহায্য করবে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো সিরিজের ব্যাটারি

এই সিরিজের স্মার্টফোন এর ব্যাটারি গুলি কোম্পানি অবশ্য কিছুটা হলেও আলাদা ব্যবহার করেছে। Infinix Note 40 Pro+ 5G এ 4600mAh ব্যাটারির সাথে 100W ফাস্ট চার্জিং এর মতো দারুন ফিচার্স, আর তারই সঙ্গে 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। অপরদিকে Note 40 Pro 5G এ 5000mAh ব্যাটারির সাথে 45W ফাস্ট চার্জিং এবং এই মডেলটিতেও 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Infinix Note 40 Pro 5G সিরিজের ভারতে লঞ্চ এর তারিখ

বিখ্যাত মোবাইল নির্মাতা সংস্থা Infinix এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতে 12 এপ্রিল Note 40 Pro সিরিজের লঞ্চ করা হবে। ফলে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই স্মার্টফোন এর জন্যে, তাদের জন্য অবশ্যই এটি দারুন খবর।

আরো পড়ুন: Motorola Edge 50 Pro: অসাধারণ কিছু স্পেসিফিকেশন এর সাথে এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেলো ।

আজকের আর্টিকেলটি এই পর্যন্তই, যদি আপনি এটি পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো।

Leave a Comment