Best Smartphone Under 10000 | চমকে যাবেন এই ৫ টি ফোনের নাম জানলে!

আজ আমরা এই আর্টিকেলটিতে অসাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যেটি হল – দশ হাজার টাকার নিচে সেরা স্মার্টফোন (Best Smartphone Under 10000)। সুতরাং যারা এই বছরে স্মার্টফোন কিনতে চলেছে তাদের জন্যই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আশা রাখি। যে কোন স্মার্টফোন কেনার আগে সেটি ফিচার্স এবং স্পেসিফিকেশন এর উপর আমরা যাচাই করে দেখি।

এখানে আমরা দশ হাজার টাকার নিচে ফাইভ জি স্মার্টফোনের কথা বলব। তবে সব ফোনে যে ভালো ফিচার্স থাকবে তা নয় কোনোটিতে ক্যামেরা ভালো তো কোনটিতে প্রসেসর। আমরা খুঁটিনাটি তথ্য যাচাই করে সেরা স্মার্টফোনগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব আসুন জেনে নেয়া যাক –Best Smartphone Under 10000

Best Smartphone Under 10000

স্মার্টফোন কেনার শখ প্রায় সবাইকারই থাকে। কিন্তু অনেক সময় সেই স্মার্টফোনের মূল্য এতটাই বেশি হয় যে সবাই এর কেনার সাধ্য হয়ে ওঠে না। তাই আজ আমরা এই আর্টিকেলটিতে কয়েকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এর কথা বলব। যদি আপনি অল্প খরচের মধ্যে ভালো ফোন কেনার কথা ভাবেন তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক ১০,০০০ টাকার নিচে সেরা স্মার্টফোন গুলোর (best smartphone under 10000) সম্বন্ধে।

Samsung Galaxy F14 5G

Samsung এর ফোন মানেই গ্রাহকদের সেটির উপর আকর্ষণ বেশি থাকে। এই ফোনটিতে আপনি ধমাকদার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যেটি 6.56 inch 90Hz ka FHD+ LCD। আর প্রসেসর Exynos 1330 Soc। যেটি গেমিং এর জন্য বেশ উপযুক্ত।

ফোনটির দেখতেও চমৎকার, অপরদিকে ক্যামেরার কথা বলতে গেলে ৫০ মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল পিছনের ক্যামেরা এবং তার সাথে সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এরই সঙ্গে ব্যাটারি ক্ষমতাও ৬০০০ mAh। এটি আপনার ফোনকে চলতে যথার্থ সাহায্য করবে। কিন্তু ফোনটিতে আলাদা করে চার্জার নিতে হবে।

Samsung Galaxy F14 5G

সবশেষে আসি ফোনটির দামের সম্বন্ধে। Samsung Galaxy F14 5G এর অরিজিনাল প্রাইস ১০,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এটি অফারে ৯৯৯ টাকা তে পাওয়া যাচ্ছে। তাই আমরা যদি ফোনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভেবে দেখতে পারে।

Redmi 13C 5G

এবারে বিখ্যাত চিনা কোম্পানির রেডমি ফোনের সম্বন্ধে আসা যাক। এবারে আপনাকে বলব Redmi 13C 5G ফোন এর সম্বন্ধে। যেটি চারটি আলাদা কালারের পাওয়া যাচ্ছে। এটি কতটা POCO M6 এর মতন।

ডিসপ্লের কথা বলতে গেলে 6.74 inch 90Hz ka HD LCD, যেটি খুবই সুন্দর। তারই সঙ্গে পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাস। সবচেয়ে বড় কথা হলো এই ফোনটিতে আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। ক্যামেরার কোয়ালিটিও চমৎকার এক্ষেত্রে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফটো তোলার ক্ষেত্রে দারুন সাহায্য করবে। প্রসেসর এখানে Dimensity 6100+ ব্যবহার করা হয়েছে। 5000 mAh ব্যাটারি সঙ্গে 18W চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সবদিক বিচার করে বলতে গেলে ফোনটি বাজেটের মধ্যে বেশ ভালো।

আর সবশেষে আসি এই ফোনটির প্রাইস সম্বন্ধে এ। এটির প্রাইস 10,499, কিন্তু অফারে এটি মাত্র  9999 টাকায় পাওয়া যাচ্ছে।

Infinix Hot 40i

এবার আপনাদের সামনে বলবো Infinix Hot 40i এর সম্বন্ধে। এতক্ষণ আমরা ১০ হাজার টাকা নিজের সেরা স্মার্টফোনের (best smartphone under 10000) সম্বন্ধে বলছিলাম, কিন্তু ফোনগুলোর অরিজিনাল প্রাইস ১০ হাজার টাকার উপরে কিন্তু এই ক্ষেত্রে ফোনটির প্রাইস দশ হাজার টাকার নিচে।

Infinix Hot 40i
Best Smartphone Under 10000 – Infinix Hot 40i

Infinix Hot 40i এর ডিসপ্লের কথা বলতে গেলে 6.56-90Hz ka HD+ LCD Display আর ক্যামেরা তো অসাধারণ কোয়ালিটির, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং তারই সাথে পেয়ে যাচ্ছেন ৩২ মেগাপিক্সেল সেলফির জন্য। যেটি এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি অসাধারণ ক্যামেরা সেট আপ। প্রসেসর হিসাবে ব্যবহৃত হয়েছে Unisoc T606। যেটি আরেকটু ভালো হলে ভালো হতো, তবে সব স্পেসিফিকেশন একসাথে ভালো পাওয়া সম্ভব না। ৫০০০ mAh ব্যাটারি দ্বারা চালিত এই ফোনটিতে 18W চার্জিং সাপোর্ট করে Infinix Hot 40i এর প্রাইজ ৯২৯৯ টাকা, সবদিকে বিচার করলে এটি আপনার বাজেট ফ্রেন্ডলি ফোন হতে পারে।

Lava Blaze 2 5G

Lava Blaze 2 5G ফোনটি দেখতে অসাধারণ, কারণ একমাত্র এই ফোনটিতেই পিছনের দিকে পুরো গ্লাস কভার করা। ডিসপ্লে হিসাবে রয়েছে 6.56-inch 90Hz ka HD+ LCD Display আর ক্যামেরার কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন ৫০ মেগাপিক্সেল সঙ্গে VGA ক্যামেরা এবং সেলফি জন্য আট মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। আপনার সামনেই হোক বা পিছনে যে কোন ফটো দক্ষতার সাথে তুলতে সাহায্য করে। Dimensity 6020 প্রসেসর দ্বারা এই ফোনটি চালিত। সঙ্গে 5000mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট করে। এই ফোনটির দাম ৯,৯৯৯ টাকা

আরও পড়ুন: Vivo আবারও চমক দিতে প্রস্তুত! মে মাসেই বাজারে আসতে পারে Vivo Y38 5G স্মার্টফোন।

Moto G34 5G

পরের আকর্ষণটি হল Moto G34 5G। যেখানে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.5-inch 120Hz ka HD+ LCD। সবচেয়ে বড় কথা এই ফোনটির পিছনে একটি লেদারের কভার থাকছে যেটি এই বাজেটের মধ্যে পাওয়া যায় না। ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে ফোনটি বেশ ভালো। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে Snapdragon 695। এই ফোনটিতেও ৫০০০ এমএইচ ব্যাটারি এবং সঙ্গে ২০ ওয়ার্ড চার্জিং সাপোর্ট।

Moto G34 5G

সবশেষে আসি, এর অরিজিনাল প্রাইস ১০,৯৯৯ টাকা, কিন্তু কিছু অফার এবং ব্যাংকের অফার এর জন্য Moto G34 5G এর দাম ৯,৯৯৯ টাকা

এই আর্টিকেলটিতে আমরা ১০,০০০ টাকার নিচে সেরা স্মার্টফোনের (best smartphone under 10000) খোঁজ আপনাকে দিলাম। যেগুলোর মধ্যে কোনোটিতে ক্যামেরা খুবই ভালো আবার কোনটিতে প্রসেসর। আশা করি এই স্মার্টফোন গুলির মধ্যে আপনার পছন্দের একটি হতে পারে। যদি এখান পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। তাই আশা করি এই আর্টিকেলটিকে শেয়ার করে আরো অনেককে জানার সুযোগ করে দেবেন।

Leave a Comment