আবারও রিয়েলমি ভারতে Narzo 70 5G, Narzo 70x 5G নতুন স্মার্টফোন লঞ্চ করল, বিস্তারিত জানুন এখানে।

Realme Narzo 70 5G, Narzo 70x 5G: বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের বাজার ধরে রাখার জন্য নিত্য নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। তারই মধ্যে সম্প্রীতি বিখ্যাত স্মার্টফোন নির্মাণ কোম্পানি রিয়েলমি Realme Narzo 70 5G, Narzo 70x 5G ভারতের লঞ্চ করেছে।

এই ইন্টারনেটের যুগে বাজেটের মধ্যে যে সমস্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই নতুন স্মার্টফোন। কারণ বেশ কয়েকটি দারুন ফিচারসহ গ্রাহকদের জন্য বাজারে এসেছে। যার মধ্যে অন্যতম প্রসেসর হিসাবে MediaTek Dimensity ব্যবহার করা হয়েছে এবং 45W SuperVOOC ফাস্টিং চার্জার সাপোর্ট রয়েছে। তাই কেনার আগে এই দুটি স্মার্টফোন ডিটেলসে দেখে নেয়া যাক।

Realme Narzo 70 5G স্পেসিফিকেশন

যেকোনো নতুন স্মার্টফোন লঞ্চ হলে তার স্পেসিফিকেশন নিয়ে অবশ্যই আলোচনা হয়। এখন Realme Narzo 70 5G তে Android 14 ভার্সন ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির তরফ থেকে নতুন স্মার্টফোনের জন্য তিন বছরের নিরাপত্তা আপডেট এবং দুই বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

Realme Narzo 70 5G

6.67-inch full-HD+ (1,080×2,400 pixels) AMOLED ডিসপ্লে, সত্যি অসাধারণ ব্রাইটনেসের সাথে আমরা দেখতে পাবো। উপরে আমরা বলেছি যে এখানে প্রসেসর হিসেবে MediaTek Dimensity অর্থাৎ 6nm MediaTek Dimensity 7050 5G SoC দ্বারা চালিত করা হয়েছে।

এটি বাজারের দুটি ভেরিয়েন্ট অর্থাৎ 6GB and 8GB RAM এ আসছে। 16জিবি পর্যন্ত RAM বাড়ানো যাবে এমন ফিচারও রয়েছে এই ফোনটিতে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮ জিবি জায়গা রয়েছে, যদিও সেটি ১ TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফির জন্য ১৬ মেগা পিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে।

এই স্মার্ট ফোন দিতে 5000 mAh এবং ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে এমন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ১০০% চার্জ সম্পূর্ণ করতে মাত্র ৬১ মিনিট সময় লাগবে। উপরোক্ত বিষয়গুলি ছাড়াও এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ-জি কানেকশন, ওয়াইফাই সাপোর্ট, আইপি ৫ রেটিং এর মত কয়েকটি দারুন ফিচার্স।

আরও পড়ুন: Best Smartphone Under 10000 | চমকে যাবেন এই ৫ টি ফোনের নাম জানলে!

আরও পড়ুন: Vivo Y200i স্মার্টফোনটি ৫০-মেগাপিক্সেল ক্যামেরার সাথে ধামাকাদার লঞ্চ হয়ে গেল!

Realme Narzo 70x 5G স্পেসিফিকেশন

Realme এর Narzo 70x 5G ফোনটিতে আগের মতই বেশ কিছু স্পেসিফিকেশনে আমরা মিল খুঁজে পাই। যার মধ্যে সফটওয়্যার এবং সিম সম্পর্কিত কিছু স্পেসিফিকেশনে মিল আছে।

ডিসপ্লের কথা বলতে গেলে এখানে ডিসপ্লে হিসেবে  6.72-inch full-HD+ (1,080×2,400 pixels) LCD, সঙ্গে ১২০ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। অপরদিকে প্রসেসর হিসেবে এখানে MediaTek Dimensity 6100+ SoC ব্যবহার করা হয়েছে। যেটি ৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। আগের ফোনটির মতো এখানেও ডায়নামিক র‍্যাম অর্থাৎ  র‍্যাম এর স্পেস বাড়ানোর ফিচারটি বর্তমান রয়েছে। এই হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে কিন্তু এটি 2TB পর্যন্ত বাড়ানো যাবে এমন ফিচারস এখানে রয়েছে।

Realme Narzo 70x 5G

Realme Narzo 70x 5G তে ক্যামেরা হিসেবে ডুয়েল ক্যামেরার সেটআপ, যেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে টু মেগাপিক্সেল শুটার রয়েছে। অপরদিকে সেলফির ক্ষেত্রে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা সেটআপ রয়েছে।

ব্যাটারি হিসাবে এখানে ৫০০০ mAh এবং ৪৫ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করে এই রকম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুটি ফোনের এই ওজন ১৮৮ গ্রাম।

Realme Narzo 70 5G, Realme Narzo 70x 5G Price in India

যে কোন স্মার্ট ফোন কেনার আগে তার দামের সম্বন্ধে সবাই এরই আগ্রহ থাকে। এখানে বিখ্যাত স্মার্টফোন নির্মাণ কোম্পানি Realme ফোন দুটির দাম মোটামুটি ভাবে গ্রাহকদের ধরাছোঁয়ার মধ্যে রাখার চেষ্টা করেছে।

প্রথম সেটটি অর্থাৎ Realme Narzo 70 5G এর দাম ১৪,৯৯৯ থেকে শুরু, অর্থাৎ এই 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে 8GB RAM + 128GB এর ভেরিয়েন্ট এর দাম ১৫,৯৯৯ টাকা।

অপরদিকে দ্বিতীয় সেটটির অর্থাৎ Realme Narzo 70x 5G এর 4GB RAM + 128GB মডেলটির দাম ১০,৯৯৯ টাকা। 6GB RAM + 128GB এর দাম ১১,৯৯৯ টাকা।

উপরোক্ত আর্টিকেলটিতে আমরা যথাসম্ভব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। যাতে আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে আপনাদের কাছে এরকম অজানা তথ্য তুলে ধরতে পারি।

Leave a Comment