নতুন স্মার্টফোনের লঞ্চ নিয়ে বেশিরভাগ মানুষের খুব আগ্রহ থাকে। চিনা স্মার্টফোন কোম্পানি Vivo সর্বশেষ তারা ‘Y’ সিরিজের ফোন লঞ্চ করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি Vivo Y200i স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার সাথে সাথেই মানুষের সেদিকে নিয়ে জানা আগ্রহ বেড়ে গেছে। তাই আজকের আর্টিকেলটাতে আমরা Vivo Y200i স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারস সম্বন্ধে বলতে চলেছি। এই স্মার্টফোনটি ৬০০০ mAh ব্যাটারির দ্বারা চালিত এবং সঙ্গে রয়েছে Snapdragon 4 Gen প্রসেসর। Vivo র এই ফোনটিতে 6.72 ইঞ্চি ডিসপ্লে। আসুন জেনে নেওয়া যাক Vivo Y200i এর ডিটেলস সম্বন্ধে।
Table of Contents
Vivo Y200i Specification
যে কোন স্মার্ট ফোন কেনার আগে আমরা সবাই স্পেসিফিকেশনের ওপর নজর দিন। কারণ স্মার্টফোনের স্পেসিফিকেশন থেকে বোঝা যায় স্মার্টফোনটি কেমন? তাই আসুন নিচে দেখে নিই Vivo Y200i এর স্পেসিফিকেশন কেমন হতে চলেছে।
ডিসপ্লে
ডিসপ্লের কথা বলতে গেলে একটি চমৎকার। যেখানে 6.72-inch full-HD+ (1,080×2,408 pixels) LCD স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এই হান্ডসেটটিতে পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট। যার ফলে আপনি যে কোন মুভি বা ভিডিও যাই দেখতে চান না কেন তা কোনরকম বিঘ্ন ছাড়াই দারুন ভাবে আপনাকে দেখতে পারবেন।
প্রসেসর
এবার আসা যাক ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সনে। Vivo এই ফোনটির ক্ষেত্রে Android 14 ভার্সন ব্যবহার করেছে। আবার ডুয়েল সিম ব্যবহৃত এই ফোনটিতে OriginOS 4 স্কিন রয়েছে। অপরদিকে প্রসেসর হিসেবে Qualcomm-এর Snapdragon 4 Gen 2 চিপ ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে এই ফোনটিতে আপনাকে গেমিং এর জন্য ভালোভাবে সাপোর্ট করবে।
ক্যামেরা
এখনকার স্মার্টফোন মানেই ক্যামেরা খুবই উন্নত ধরনের। এই ধারণার উপর ভিত্তি করে vivo তার এই সিরিজের স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। এই স্মার্টফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অপরদিকে f/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। যার ফলে আপনি যে কোন ছবি খুবই স্পষ্ট ভাবে তুলতে পারেন। কোম্পানি সেলফি দিকটা মাথায় রেখে f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। যার ফলে আপনার ভিডিও চ্যাটিংয়ের জন্য কোন রকম অসুবিধাই হবে না।
ব্যাটারি
ব্যাটারি যে কোন স্মার্টফোনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিভোর এই স্মার্টফোন এ ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে যেটি ৪৪ ওয়ার্ড দ্রুত চার্জিং সমর্থন করে। আপনি খুব তাড়াতাড়ি এই ফোনটিকে রি-চার্জিং করতে পারবেন। এটা বলে রাখা ভালো যে চারজিংএর ক্ষেত্রে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে।
Feature | Specification |
Processor | Snapdragon 4 Gen 2 |
Operating System | Android 14 with OriginOS 4 |
Display | 6.72-inch LCD, Full-HD+ (1,080×2,408 pixels), 120Hz |
RAM | Up to 12 GB LPDDR4x |
Storage | Up to 512 GB UFS 2.2 |
Rear Camera | 50 MP primary (f/1.8) + 2 MP depth (f/2.4) |
Front Camera | 8 MP (f/2.0) |
Battery | 6,000mAh |
Fast Charging | 44W |
উপরের উল্লেখিত বিষয়গুলি ছাড়াও ফোনটিতে আরো কতকগুলি বিকল্প রয়েছে সেগুলি হল 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.1, GPS। একটি 3.5 mm হেডফোন জ্যাকও রয়েছে। এছাড়াও ধুলো এবং প্লাস প্রতিরোধের জন্য একটি আই পি ৬৪ রেটিং।
আরও পড়ুন: Best Smartphone Under 10000 | চমকে যাবেন এই ৫ টি ফোনের নাম জানলে!
Vivo Y200i-এর দাম
কোম্পানি দুটি ভেরিয়েন্ট এর জন্য আলাদা দাম ঠিক করেছে। প্রথম ভ্যারেন্টির ক্ষেত্রে অর্থাৎ 8GB+256GB RAM এবং স্টোরেজ কনফিগারেশনের জন্য Vivo y200i এর দাম ভারতীয় মূল্যে ১৮,৮০০ টাকা। আর দ্বিতীয়টির ক্ষেত্রে অর্থাৎ 12GB+256GB ভেরিয়েন্টের দাম ভারতীয় মূল্যে ২১,২০০ টাকা। তবে আশা করা যায় এই দামে পরবর্তীকালে বেশ কিছু অফার উপলব্ধ হবে, যার বলে এই দুই ভ্যারিয়েন্টের দাম কিছু কমতে পারে।
আজকের আর্টিকেলটিতে ভিভোর Y200i স্মার্টফোনটির সম্বন্ধে আমরা স্পেসিফিকেশন তুলে ধরলাম। যদি আপনার এই আর্টিকেল পড়ে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিতির মধ্যে শেয়ার করুন।